ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫

এখন ঘরে বসেই জিডি করুন, থানায় যেতে হবে না!

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: অনলাইন জিডি সেবা এখন আরও সহজ, নিরাপদ ও দ্রুত

আর থানার বারান্দায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নয়—এখন সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সরাসরি থানায় যেতে হবে না। বরিশাল রেঞ্জ পুলিশসহ সারা দেশের পুলিশ বিভাগ নাগরিকদের জন্য চালু করেছে “অনলাইন জিডি” সেবা, যা ঘরে বসেই কয়েকটি ক্লিকে সম্পন্ন করা যায়।

এই ডিজিটাল সেবার মাধ্যমে এখন আপনার মোবাইল হারানো থেকে শুরু করে বিভিন্ন সাধারণ অভিযোগ খুব সহজে পুলিশের কাছে নথিভুক্ত করা সম্ভব।

✅ অনলাইন জিডি করার সহজ ধাপসমূহঃ

১️⃣ প্রথমে যান 👉 www.police.gov.bd

২️⃣ “অনলাইন জিডি” অপশনে ক্লিক করুন

৩️⃣ নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন

৪️⃣ আবেদন সাবমিট করলে মোবাইলে পাবেন রিসিভ কপি ও ট্র্যাকিং নম্বর

💡 কোন কোন বিষয়ে অনলাইন জিডি করতে পারবেন?

🔹 মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি হারালে

🔹 গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ব্যাগ/টাকা/কার্ড হারানো

🔹 সাধারণ তথ্যভিত্তিক অভিযোগ বা সন্দেহজনক কোনো ঘটনার তথ্য প্রদান

> ⚠️ তবে ফৌজদারি মামলা বা অপরাধজনিত গুরুতর বিষয় সরাসরি থানায় গিয়ে করার অনুরোধ জানানো হচ্ছে।

🚨 বরিশাল রেঞ্জ পুলিশ আপনার পাশে

বরিশালের প্রতিটি থানায় এখন অনলাইন জিডির বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা দায়িত্ব পালন করছেন। কোনো সমস্যায় পড়লে সরাসরি থানায় না গিয়ে অনলাইনে জিডি করুন—আপনার নিরাপত্তার দায়িত্ব পুলিশই নেবে।

📞 জরুরি প্রয়োজনে যোগাযোগ করুনঃ

📍 জাতীয় জরুরি সেবা: ৯৯৯

📍 স্থানীয় থানার নম্বর: সংশ্লিষ্ট থানার ওয়েবসাইট/জিডি পোর্টাল থেকে খুঁজে নিতে পারবেন

🔐 নিরাপদ থাকুন, সচেতন হোন, প্রযুক্তি ব্যবহার করুন।

👉 তথ্যসূত্র: বরিশাল রেঞ্জ পুলিশ