ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩

বরিশাল নগরীতে ৪ কেজি গাঁজাসহ আটক ১

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে ৪ কেজি গাঁজাসহ আটক ১!

 বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় গোপন সংবাদের ভিক্তিতে বাস তল্লাশী করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২: ৩০ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলাধীন৷ ১৮ গাসিয়া ইউনিয়নের শাখারিয়া চাউলের বাজার, এলাকার বাসিন্দা মৃত সাত্তার প্যাদার ছেলে মোঃ মনির হোসেন প্যাদা (৩৫),। বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, তিনি বলেন, সিন্ডবি রোডস্থ হাতেম আলি কলেজ চৌমাথা ব্রিজের দক্ষিণ পাশে ঢাকা- বরিশাল- আমতলী পরিবহনে তল্লাশী চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এস আই মু, আ: মজিদ বাদি হয়ে একটি নিয়মিত মামলা রুজু করেন।