ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট বাণি*জ্য: সকালে জনতার বি*ক্ষো*ভ, সন্ধ্যায় স্বা*স্থ্য কর্মকর্তার বদলি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দুর্নীতি, দায়িত্বে অবহেলা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও টেস্ট বাণিজ্যের অভিযোগে বিক্ষোভের মুখে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবশেষে বদলি করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে তাকে অপসারণের দাবিতে অনুষ্ঠিত হয় মানববন্ধন, বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ। আর সেইদিন সন্ধ্যায় আসে বদলির নির্দেশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি ওএসডি পদে থাকা সহকারী সার্জন মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উভয় কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ‘মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্যসেবা বাঁচাও’ স্লোগানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন শুরু হয়।
প্রতিবাদকারীরা দাবি জানান, বছরের পর বছর ধরে ডা. মনিরুজ্জামান সরকারি হাসপাতালের ল্যাব উপেক্ষা করে রোগীদের নির্দিষ্ট প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, তিনি ব্যবস্থাপত্রে সাংকেতিক গাণিতিক চিহ্ন ব্যবহার করে রোগীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য পাঠাতেন, যেখানে তিনি শতকরা ৫০ ভাগ কমিশন পেতেন।
প্রতিবাদ চলাকালীন সময় স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের কয়েকজন দালাল মানববন্ধন এলাকায় একাধিকবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহড়া দিলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধে দু’দিকে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ হন। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

অবরোধ প্রত্যাহারের পর ক্ষুব্ধ জনতা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ডা. মনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।

সন্ধ্যায় বদলির খবর ছড়িয়ে পড়তেই উপজেলাবাসীর মধ্যে স্বস্তির আবহ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেছেন।