নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল।
আগামী রোব ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে নগরের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন।
এছাড়া মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের হাটখোলা এলাকায় মিছিল বের করেন।
এর আগে সকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর অনুসারীরা নগরের বান্দরোড এলাকায় মিছিল করেছেন। মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান।
এসময় নেতা-কর্মীরা ঘোষিত অবরোধ সফলে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।