ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে আ*গু*নে পু*ড়*ল ৩০ দোকান

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের চাষাড়ায় হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। আজ (শুক্রবার) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মার্কেট থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী আসাদ বলেন, “আমার দোকানে প্রায় ২০ লাখ টাকার জামাকাপড় ছিল। আগুনে সবই পুড়ে গেছে। এখন নিঃস্ব হয়ে গেছি।”

ঘটনাস্থল পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ জানান, হকার্সদের পুনর্বাসনের জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬৪২টি টিনশেড দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ৩০টি দোকান আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, “মার্কেটে দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমি চেম্বার অব কমার্স ও সিটি করপোরেশনের কাছে অনুরোধ জানাচ্ছি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও পুনঃনির্মাণের ব্যবস্থা নেওয়া হোক।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, “আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”