নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ব্যারিস্টার সুমনের।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন (ব্যারিস্টার সুমন)। এজন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমন। এর আগে হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকত, তাহলে নেত্রী যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করব।
এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়নপ্রত্যাশীরা। তখন ব্যারিস্টার সুমনও ছিলেন। সেখানে থেকে বের হয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবেন না।
আলোচিত এই আইনজীবী বলেন, মূল কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।