নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অবরোধের পক্ষে বিএনপির মিছিল।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সপ্তম দফা অবরোধের শেষ দিন আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফরোজা নাসরিন।
এদিকে, অবরোধে যাত্রী সংকটের দোহাই দিয়ে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে, স্বাভাবিকের চেয়ে কম সংখ্যক লঞ্চ ছেড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে তারা। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’