
নিউজ ডেস্ক :: কলাপাড়া থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট’র আওতায় অভিযান চালিয়ে উপজেলার ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার (৪৫) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে কলাপাড়া পৌর শহরের সিনিয়র মাদ্রাসা রোড় এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে