ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স ন্ত্রা সী যোসেফের সহযোগী যুবলীগ নেতা পিচ্চি শাহিনসহ গ্রে*প্তা*র ৪

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০) সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা হতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২।

গ্রেপ্তার অন্যরা হলেন, মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।
র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানান, শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা আছে। গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা আছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।