
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বেঙ্গল বিস্কুট লিমিটেডের ডিপো মেসার্স আলম এন্টারপ্রাইজ থেকে চুরি হওয়া পণ্যবাহী কভার ভ্যানটি উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
গত ২৬ জুলাই ২০২৫, ভোর ৪টা ৫০ মিনিটে ছয়মাইল বাজার সংলগ্ন ডিপোর অফিসের পার্কিং পয়েন্ট থেকে কভার ভ্যানটি চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন চোর টর্চ লাইট নিয়ে ডিপোর দিকে এগিয়ে গিয়ে গাড়িটি নিয়ে ঢাকা অভিমুখে পালিয়ে যায়। তবে ফুটেজের মান খারাপ হওয়ায় চোরকে শনাক্ত করা যায়নি।
চুরির ঘটনায় ডিপো কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে। তদন্তে নামেন এসআই মোঃ ইদ্রিস আলী ও এসআই মোঃ সাত্তার। গোপন সংবাদের ভিত্তিতে তারা বাবুগঞ্জ উপজেলার নতুন হাট দেহেরগতি রাহুতকাঠি বাজারসংলগ্ন এলাকা থেকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করেন।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে কভার ভ্যানটি ডিপো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের ধারাবাহিক অভিযান ও তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।