ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫

জুলাই শহীদ দিবস উপলক্ষে বরিশালে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক স ভা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে বরিশালে শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল সদর গালস স্কুলের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা মূলক সভার আয়োজন করে বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়।

স্কুলের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।
সড়ক নিরাপত্তা মূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটি বরিশাল সার্কেলের সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো: জিয়াউর রহমান বলেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ রাখতে আরও বেশি সচেতন করতে হবে। সড়কে চলাচলের সময় ফুটপাত ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়াও গাড়ি চালানোর সময় কোন অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

তিনি আরও বলেন, আমরা স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভার আয়োজন করি শুধু মাত্র দূর্ঘটনা প্রতিরোধ করার জন্য। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও সচেতন হতে হবে এবং সড়ক আইন মেনে চলতে হবে।