ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫

১৪ বছরেও পূ*র্ণা*ঙ্গ নয় বরিশাল বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের হুঁ*শি*য়া*রি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধিকরণ ও নিরাপদ পরিবহন পুল নিশ্চিতকরণের দাবিতে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৃত্যুঞ্জয় রায়। বক্তব্য রাখেন ভূমিকা সরকার, অমিও, মো. জিসান, আবু বকর সিদ্দিক, এস. এম. ওয়াহিদুর রহমান ও মাইনুল।
বক্তারা জানান, কীর্তনখোলা নদীর তীরে ১৪ বছর আগে স্থাপিত বরিশাল বিশ্ববিদ্যালয় আজও পূর্ণাঙ্গতা পায়নি। ২৫টি বিভাগের জন্য প্রয়োজনীয় ৭৫টি শ্রেণিকক্ষের বিপরীতে রয়েছে মাত্র ৩৬টি। ফলে অনেক সময় খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে শিক্ষকদের। এতে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, এবং সেশনজট দিন দিন বেড়েই চলেছে।
শিক্ষার্থীরা আরও জানান, শ্রেণিকক্ষ, শিক্ষক, আবাসন, পরিবহন ও গ্রন্থাগারের বইয়ের চরম সংকটের মধ্যেই তাদের শিক্ষাজীবন কাটাতে হচ্ছে। একটি মাত্র ভবনে চলছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। শিক্ষক-কর্মকর্তাদের অফিসকক্ষ, ল্যাব ও দপ্তর সংকটে প্রয়োজনীয় কার্যক্রমও থমকে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার বিষয়েও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ যানবাহনে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
মানববন্ধন শেষে ভূমিকা সরকার ঘোষণা দেন, “বিশ্ববিদ্যালয়ের চাহিদা তুলে ধরে একটি আবেদনপত্রে সকল শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করে সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট পাঠানো হবে। আমাদের দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।