ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫

বাউফলে ব্রী‌জের সাথে বাল্কহেডের ধা*ক্কা*য় শ্রমি‌কের দে*হ থে‌কে মাথা বি‌*চ্ছি*ন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পটুয়াখালীর বাউফ‌লে বালু ভ‌র্তি বাল্কহেড আয়রন ব্রিজের সাথে ধাক্কায় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা চি‌চ্ছিন্ন হ‌য়ে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দি‌কে উপ‌জেলার কা‌ছিপাড়া ইউনি‌য়ের পাকডাল গ্রামের খান বা‌ড়ি সংলগ্ন খা‌লে ওই ঘটনা ঘ‌টে।
নিহত শ্রমি‌কের নাম শা‌কিব (২২)। শা‌কিব কালাইয়া ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের বা‌সিন্দা।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌ গে‌ছে, এক‌টি বাল্ক‌হেড ভর্তি বালু নি‌য়ে কা‌ছিপাড়া ইউনিয়‌নের কারখানা থে‌কে দেওপাশা যা‌চ্ছি‌লেন শ্রমিক শা‌কিব। কারখানা খানবা‌ড়ি ব্রী‌জের নিচ দি‌য়ে অ‌তিক্রম কর‌ছি‌লেন বাল্কহেডটি। এসময় সা‌কিব ওই বাক্ল‌হে‌ডের উপর বসা ছি‌লেন। জোয়ারের কারণে নদীতে বেশি পানি থাকায় ও ব্রীজ‌টির উচ্চতা কম হওয়ায় অসাবধানতার কার‌ণে ব্রী‌জের সা‌থে বাল্ক‌হে‌ডের ধাক্কা লে‌গে ঘটনাস্থ‌লেই দেহ থে‌কে মাথা বি‌চ্ছিন্ন হ‌য়ে য়ায় তার। এসময় মাথার অংশ‌টি কে‌টে গি‌য়ে বাল্কহেডের উপর পড়ে থাকে ব‌লে জা‌নি‌য়েছেন প্রত‌্যক্ষদর্শীরা। প‌রে স্থানীয়ারা পুলি‌শে খবর দি‌লে ঘটনা স্থল থে‌কে বিচ্ছিন্ন মাথা সহ মর‌দেহ উদ্ধার করে পু‌লিশ।