ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫

বরিশালে বিদ্যুৎ*পৃ*ষ্ট হয়ে যুবকের মৃ ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলা উপজেলায় মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার নামক স্থানে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে।তাৎক্ষনিক স্থানীয়রা যুবককে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকাল সাড়ে আটটার সময় বাংলা বাজার থেকে দুই দোকানের মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ শর্ট সার্কিটে মারা যায়। জানাজায় বিদ্যুৎপৃষ্ট মৃত্যু মুন্না ১৬ চরমেমানিয়া গ্রামের সহিদ বাগার ছেলে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শেখ আমিনুল ইসলাম জানান এ সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করতে চায়। তাদের কোনো অভিযোগ না থাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতি জন্য পাঠানো হয়েছে।