
নিউজ ডেস্ক :: বরগুনার আমতলীতে পতিতাবৃত্তির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আছিয়া বেগমের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আছিয়া বেগম (৪০) ও মোছা. লাকী বেগম (৪২)।
পুলিশ জানায়, এই বাড়িতে দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে পতিতাবৃত্তির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বুধবার (৩০ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।