
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর অংশ হিসেবে নদীর পাড়ে ৭ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
পাউবো সূত্রে জানা গেছে, অস্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ নদীতীরে মজুদ করে তা ফেলা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা জানান, পুরো এলাকা রক্ষায় এই পরিমাণ জিও ব্যাগ যথেষ্ট নয়।
তারা আরও বলেন, বীরশ্রেষ্ঠের নামে নির্মিত এই স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার দীর্ঘদিন ধরেই সরকারি অবহেলার শিকার। নদী ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় জাদুঘরটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয়রা জাদুঘর ও আশপাশের এলাকা রক্ষায় স্থায়ী ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় এলাকার বাসিন্দা কবি মুহাম্মদ সাঈদ জানান, জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে অব্যাহত ভাঙন চলছে। পাউবো যে ৭০ মিটার জায়গায় কাজ করবে এতে পুরো গ্রাম রক্ষা করা সম্ভব হবে না।
পাউবোর বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, “সন্ধ্যা নদীর ওই অংশে আমাদের প্রতিরক্ষামূলক প্রকল্পের অধীনে ৭০ মিটার এলাকা জুড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। যদি ৭০ মিটার শেষ করার পর দেখা যায় ভাঙন অব্যাহত আছে, তাহলে পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”