ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫

পিরোজপুরে মোবাইল কেনার টাকা না পেয়ে দাদিকে গ*লা*কে*টে খু ন করে নাতি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিউজ ডেস্ক ::  পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরামপুর গ্রামে মোবাইল ফোন কেনার টাকার জন্য নিজের দাদিকে গলা কেটে হত্যা করে মাদকাসক্ত নাতি মোরসালিন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর সে স্বীকার করেছে, ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল চেয়ে দাদী রাকেয়া বেগমের কাছে আবদার করেছিল সে। দাদি ওই টাকা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মোরসালিন নিজেই।
পুলিশ জানায়, রোকেয়া বেগম হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে সন্দেহভাজন হিসেবে নিহতের নাতি মোরসালিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে দাদীকে হত্যা করার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।
মোরসালিন পিরোজপুর শহরের চৌমুহনী মোড়ে একটি রেস্টুরেন্টে কাজ করত। ঘটনার দিন ২৪ জুলাই গভীর রাতে হোটেল থেকে কাউকে কিছু না জানিয়ে গ্রামে আসে। রাতের আঁধারে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সে দাদীকে গলা কেটে হত্যা করে এবং পরে ওই রাতেই শহরের নিজ কর্মস্থলে চলে যায়।
এ ঘটনায় আগে নিহতের ছেলে লিটন হালদার অভিযোগ করেছিলেন, স্থানীয় রুমান হাওলাদারের পরিবারের সঙ্গে তাদের জমিজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং তারাই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তদন্তে বেরিয়ে আসে রক্তের সম্পর্কের ভয়াবহ রূপ, নিজ নাতিই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।
পিরোজপুর সদর থানার ওসি জানান, মোরসালিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।