
নিউজ ডেস্ক :: বরিশালের উজিরপুরে মোঃ আলামিন হোসেন মিঠু চাকলাদার (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আলামিন হোসেন মিঠু চাকলাদার ওই গ্রামের মোয়াজ্জেম হোসেন চাকলাদারের ছেলে।
জানা গেছে- নিহত মিঠু চাকলাদার তার মা, দাদী ও স্ত্রীকে নিয়ে একসাথে বসবাস করতো। তার স্ত্রী সাংসারিক কাজ করে হঠাৎ স্বামীর রুমে গেলে তার স্বামীকে রুমের ভিতর ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে তার শ্বাশুড়ি, দাদী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। এরপর তার মা ও স্ত্রী ঘটনাস্থলের লোকজননের সহায়তায় ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়- সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। মাঝে মাঝে কাউকে কিছু না বলে বাসা হতে বের হয়ে যেতো। এছাড়া সে ২ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিঠু চাকলাদার কয়েক বছর আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছে।
পরিবারের দাবি- মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের বিষয়টি জানা যায়নি।