
নিউজ ডেস্ক :: বরিশালের বানারীপাড়ায় মাদরাসা শিক্ষার্থী মুনিয়া ইসলামের সাফল্যে এলাকার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অভিভূত হয়েছেন।
মুনিয়া ইসলাম ২০২২ সালের দাখিল পরীক্ষায় বানারীপাড়া এম এ লতিফ বহুমূখী ফাজিল মাদরাসা থেকে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি উপজেলায় সেরা হয়েছিল। তিন বছর পরে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বানারীপাড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের দাখিল পরীক্ষায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মুনিয়া ইসলামকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজেদুর রহমান প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুনিয়া ইসলামকে তার কৃতিত্বের জন্য সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জয়শ্রী কর, এম এ লতিফ বহুমূথি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান, বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত প্রমূখ।
প্রসঙ্গত, মুনিয়া ইসলাম ২০২৪ সালের আলিম পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন।
মুনিয়া ইসলাম শিক্ষক মো. সুলতান হোসাইন ও মোসাঃ গুলে জান্নাত দম্পতির একমাত্র কন্যা। মেয়ের এ ঈর্ষনীয় সাফল্যে গৌরবান্বিত বাবা-মা দারুন উচ্ছ্বসিত।