ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫

বরিশালে জেলে নারীদের নিয়ে ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলে নারীদের জন্য ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সদর উপজেলার তালতলী ব্রীজের ঢালে একটি রেস্টুরেন্টে মান্থা ও জেলে নারীদের মূল সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে এই সভা করা হয়।

চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্ট একাত্তর ডটকমের প্রকাশক সাইদুর রহমান পান্থ। এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের আওতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল১৯-এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন-এর অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট৭১ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।
সভায় কনসালন্টে ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বরিশালের সহ সমন্বয়কারী নাইমুর রহমান দূর্জয়, প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস, চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান সমন্বয়কারী মোঃ আলী জীবন, রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ড গৌরব কর্মকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইটিভির ব্যুরো চীফ পারভেজ রাসেল, জাগো নিউজের ব্যুরো চীফ শাওন খান, বাংলা টিভির ব্যুরো চীফ নাজমুল রিপন, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি ফাহিম ফিরোজ, রিপোর্ট একাত্তর ডটকমের রিপোর্টার জয় চন্দ্র শিল প্রমূখ।

সভা থেকে মান্থা নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃত দাবী জানান। পাশাপাশি তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন।