
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম আলী খান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী খান বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন (ইন্না-লিল্লাহ……… রাজেউন)। মৃত্যুকালে তিনি পরিবারের লোকজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯ টায় শিকারপুর খানবাড়ি মসজিদ প্রাঙ্গণে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার তত্বাবধানে ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামের নেতৃত্বে একদল চৌকস পুলিশের টিম মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ।