ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫

আমতলীতে ট্রা ক থামিয়ে চাঁ দা দা*বি*র অ*ভি*যো*গে চাঁ*দা*বা*জ গ্রে*ফ*তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার আমতলীতে চাঁদাবাজি করার সময় ইমরান হোসেন সাগর (৩৩) নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) রাত আড়াইটার দিকে আমতলী পৌরসভার ছুরিকাটা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাগর বরিশাল নগরীর দক্ষিন আলেকান্দা চড়ের বাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে- কলাপাড়া তাঁপবিদ্যুৎ কেন্দ্রে থেকে ময়মনসিংহ পাওয়ার প্লান্টে পঁচিশ টন ওজনের ২৯ পিস শিট পাইল একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌরসভার ৭ নংওয়ার্ডের ছুরিকাটা আক্কাস চৌকিদারের বাড়ির সামনে আসা মাত্র ১০-১২জনের একটি সংগবদ্ধ চক্র ট্রাকটির গতিরোধ করে। ট্রাক চালক খালিদ হাসানের মোবাইল দিয়ে বিএমডব্লিউ এস কোম্পানির চেয়ারম্যান বাচ্চু আহম্মেদের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাচ্চু অহম্মেদ তাৎক্ষনিক বিষয়টি আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসানকে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে সাগরকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক খালিদ বাদী হয়ে সাগর, নাইম, রবিউল, সাব্বিরসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

ওসি জগলুল হাসান বলেন- দীর্ঘদিন পর্যন্ত একটি চাঁদাবাজ চক্র আমতলী, কলাপাড়ার উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছে। আমরা এ ব্যাপরে কঠোর অবস্থান নিয়েছি। আর কোন চাঁঁদাবাজি হতে দেয়া হবে না। চাঁদাবাজির ঘটনা শোনা মাত্র পুলিশকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।