ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫

ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রা*র্থি*তা বা*তি*ল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এ আচরণবিধি প্রকাশিত হয়। 

আচরণবিধিতে বলা হয়, কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলেই তার প্রার্থিতা বাতিল করা হবে। মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় পাঁচজনের বেশি সমর্থককে নেওয়া যাবে না। করা যাবে না কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা। তবে মনোয়নপত্র প্রত্যাহার করতে হলে প্রার্থীকে সশরীরে রিটার্নিং অফিসারের নিকট উপস্থিত হতে হবে।

নির্বাচনী প্রচার-প্রচারণার বিষয়ে আচরণবিধিতে বলা হয়, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে নির্বাচনের দিন ভোট গ্রহণের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারণা করতে পারবে। তবে প্রচারণার সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। সে ক্ষেত্রে ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতার সৃষ্টি করে প্রচারণা চালানো যাবে না।

নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে পোস্টারের আকার অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটারের বেশি হবে না।

তবে কোনো ভবনের দেয়ালে নির্বাচনসংক্রান্ত লেখনী ও পোস্টার লাগানো যাবে না। কোনো প্রার্থী কিংবা তার সমর্থকগণ অপর কোনো প্রার্থী কিংবা তার সমর্থকগণের নির্বাচনী প্রচারে কোনোরূপ ভয়ভীতি প্রদর্শন বা বাধা সৃষ্টি করতে পারবেন না। নির্বাচনের প্রার্থী ও ভোটার ব্যতীত অন্য কেউ কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবেন না।

সার্বিক নিরাপত্তার স্বার্থে নির্বাচন উপলক্ষে সভার আয়োজন করলে স্থান ও সময় সম্পর্কে প্রক্টরের অনুমতি নিতে হবে। কোনো সময়ই বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার নিষেধ করা হয়েছে। আবাসিক হলের অভ্যন্তরে কোনো মিছিল করা যাবে না। এ ছাড়া অ্যাকাডেমিক ভবন ও শ্রেণিকক্ষের অভ্যন্তরে মিছিল, সমাবেশ বা প্রচারণা চালানো যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর আচরণ, অশালীন উক্তি ও উসকানিমূলক কোন কথা এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোন বক্তব্য ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে পরিচিতি সভায় ছাত্রদের হলে ছাত্রী এবং ছাত্রীদের হলে ছাত্ররা প্রবেশ করতে পারবেন। তবে এক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি নিতে হবে।

কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা প্রয়োজনে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান থাকবে।