
নিজস্ব প্রতিবেদক :: পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। শুক্রবার (১ আগস্ট) ভোরে চার বছরের সন্তানকে নিয়ে বাউফল থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি।
নিহত সালমা আক্তার (৩২) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মেয়ে এবং বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত সরোয়ার হোসেন নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
জানা গেছে, চন্দ্রপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন তারা। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে সরোয়ার দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান এবং পরদিন ভোরে থানায় আত্মসমর্পণ করেন।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান,সরোয়ার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।