নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে এক যুবককে
কুপিয়ে কব্জি কর্তনের অভিযোগ।
নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় মাদক বিক্রির প্রতিবাদে ফরহাদ নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি কর্তন করার অভিযোগ পাওয়া গেছে।
২৯ নভেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে কাউনিয়া থানাধীন রোকেয়া আজিম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ফরহাদ ওই এলাকার মৃত লেহাজ উদ্দিন হাওলাদার এর ছেলে ও একজন দিনমজুর
আহতের ভাই নেহাল জানান, দীর্ঘদিন ধরে রোকেয়া আজিম সড়ক এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছে মামুন, বেল্লাল শাজাহান, কামাল সহ একটি চক্র ।
বিষয়টি নিয়ে ৩/৪ দিন পূর্বে ফরহাদ প্রতিবাদ করলে মাদক বিক্রেতা মামুন, বেল্লাল ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে, ঘটনার দিন বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রোকেয়া আজিম সড়ক রাব্বির দোকানের সামনে এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ফরহাদকে এলোপাথারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে মাদক ব্যবসায়ী মামুন, বেল্লাল শাহজাহান কামাল সহ অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী। এ সময় ফরহাদের বড় ভাই নেহাল বাঁচাতে আসলে নেহালকেও চাকু দিয়ে আঘাত করেন মামুন সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।