ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন বরিশালের তরুন সাংবাদিক মশিউর রহমান

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সাংবাদিকতা শুধু খবরের পেছনে ছোটা নয়; এটি দায়িত্ববোধ, সাহস এবং সময়ের চ্যালেঞ্জ গ্রহণ করার এক অবিরাম লড়াই। সেই লড়াইয়ে নিরন্তর সংগ্রাম করে, ২৪’র জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের বাস্তবতা প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক ক্যামেরা চালিয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘’চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা” অর্জন করেছেন বরিশালের তরুণ সাংবাদিক মশিউর রহমান তাসনিম। তিনি ২০১৯ সাল থেকে বরিশালের সাংবাদিক অঙ্গনে ওস্তাদ খ্যাত, গেদু চাচার খোলা চিঠির লেখক আলম রায়হানের সম্পাদিত দৈনিক দখিনের সময় পত্রিকায় কাজ করে আসছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরেরপ্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

আজ ৩ই আগষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত যেসকল সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালন, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরেছেন, তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। তথ্য ভবনস্থ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমানে মশিউর রহমান তাসনিম দৈনিক দখিনের সময় পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বরিশালের একমাত্র ইংরেজি নিউজ পোর্টাল বরিশাল ওয়াচ এ কাজ করতেন, এছাড়াও একাধিক সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।

তার প্রতিবেদনের মূল বিষয়বস্তু হলো অপরাধ, প্রশাসনিক অনিয়ম, পরিবেশ ধ্বংস এবং দূর্নীতি এর মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

২০১৫ সালে বরিশালের শিশুতোষ পত্রিকা মাসিক লাল সবুজ এর মাধ্যমে শিশু সাংবাদিকতা শুরু করেন তাসনিম। ছাত্রজীবনেই সাংবাদিকতার সূচনা তার। একাগ্রতা, নিষ্ঠা ও নিরলস শ্রমের মাধ্যমে কর্ম সম্পাদনের চেষ্টা করেন তিনি। তাসনিমের সাংবাদিকতা কখনোই চেহারা বা ইভেন্টনির্ভর ছিল না। তার প্রতিবেদনের মূলকেন্দ্র সবসময়ই জনস্বার্থ।

এই কারণে একাধিকবার তাকে হামলা ও হুমকির শিকার হতে হয়েছে; তবু তিনি পিছপা হননি; বরং সত্য প্রকাশের প্রতি আরও অটল হয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করছেন মশিউর রহমান তাসনিম। এছাড়াও বরিশালে জলবায়ু সচেতনতা, অপরাধ দমনে সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি।

সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় তাসনিম বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, দেশের হাজারো সৎ ও সাহসী সাংবাদিকের—যারা প্রতিদিন প্রতিকূলতার মধ্যেও কলম হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা হবে সত্য ও ন্যায়ের পক্ষে, যেকোনো মূল্যে।”

তিনি আরও বলেন, “আমরা যারা মাঠে কাজ করি, তাদের জন্য সত্য বলার সুযোগ তৈরি করতে হবে। তখন রাষ্ট্রও উপকৃত হবে, সমাজও লাভবান হবে।”