ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইসকন মন্দিরে যাওয়ার উদ্দেশে বের হন ৪ বৃদ্ধ, ৫ দিন পর মিলল ম*র*দে*হ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সম্প্রতি একটি পরিবারের অশীতিপর চার সদস্য এক সঙ্গে বের হয়ে নিখোঁজ হন। এর ৫ দিন পর তাদের ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিউইয়র্ক থেকে পেনসিলভানিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। ওই ৪ জনই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৯ জুলাই নিউইয়র্কের বাফেলোতে বসবাসকারী ওই ৪ জন পেনসিলভানিয়ায় একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে বের হন। ওই দিন একটি রেস্টুরেন্টে তাদের সবশেষ দেখা যায়। এর পর থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। ওই চার বৃদ্ধ-বৃদ্ধা হলেন– আশা দিভান (৮৫), কিশোর দিভান (৮৯), শৈলেশ দিভার (৮৬) ও গীতা দিভান (৮৪)।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, চার বৃদ্ধ-বৃদ্ধার গন্তব্য ছিল মার্শাল কাউন্টির এক মন্দির। স্বর্ণ প্রাসাদ নামের ওই মন্দিরটি তৈরি করেন ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের শিষ্যরা। একটি টয়েটো গাড়িতে করে তাঁরা নিউইয়র্ক থেকে পেনসিলভানিয়ার উদ্দেশে রওনা দেন। গত মঙ্গলবার রাতে ওই প্রাসাদে থাকার কথা ছিল তাদের।

পুলিশ জানিয়েছে, ওই ৪ জন ইসকনের সেই প্রাসাদে যাননি। ২৯ জুলাই রাত থেকে তাদের ফোন করা হলেও পাওয়া যায়নি। এর পর থেকে তাদের খোঁজে পুলিশের বিশেষ দল কাজ শুরু করে। যে এলাকায় তাদের শেষবার দেখা গিয়েছিল, সেই এলাকা এবং আশপাশের সিসিটি‌ভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।

মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডর্গাটি জানান, অনুসন্ধানের জন্য হেলিকপ্টারও ব্যবহার করা হয়। ছোট ছোট দল গঠন করে বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়েছিল পুলিশ। অবশেষে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তাদের গাড়ির খোঁজ পাওয়া যায়। গাড়ির মধ্যেই চারজনের মরদেহ পাওয়া যায়। দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।