
নিউজ ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামীলীগের ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ে বর্ষপূর্তি পালন উপলক্ষে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে বৃষ্টি উপেক্ষা করে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্ঙ্গলবার (৫ই আগষ্ট) বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা বিএনপির ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে বিজয় র্যালি বের করে উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজ রোড থেকে শুরু করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বন্দর শেষ করে এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান।
বক্তৃতাকালে উপস্থিত অতিথিবৃন্দ বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।