
নিউজ ডেস্ক :: দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই ঘোষণা হয়েছে। সংস্কার, ফ্যাসিস্ট হাসিনাসহ তার সহযোগীদের বিচার শুরু হয়েছে। এখন দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। এখন জনগণ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের একক দাবিদাররা বর্ষপূর্তি উদযাপন রেখে কক্সবাজারে অবকাশ যাপনে কেন? জাতি জানতে চায়। গণতন্ত্রের উত্তরণে নতুন কোনো চক্রান্তের জাল বুনতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে। যারা গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টি করবে তারা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না।
১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে– তথ্য উপদেষ্টার এমন ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আল্লাহ না করুন, সেরকম পরিস্থিতি যদি সত্যি সৃষ্টি হয় তাহলে তার জন্য সরকার ও গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টিকারী কিংস পার্টি ও তাদের সহযোগী দুটি দল দায়ী থাকবে।
সমাবেশে চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে নিহত হালুয়াঘাটের শহীদ বিজয় ফরাজী, শহীদ সেলিম সেখ ও শহীদ মুনিরের পরিবারকে সম্মাননা দেওয়া হয়।
পরে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানসহ গণঅভ্যুত্থানের শহীদদের ছবি নিয়ে হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত একটি বিজয় মিছিল করা হয়।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, শহীদ বিজয় ফরাজীর ভগ্নীপতি মাসউদ রানা, শহীদ সেলিম সেখের বাবা আলাউদ্দিন সেখ, শহীদ মুনিরের বাবা নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু প্রমুখ।
এর আগে সকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের জোকা গ্রামে গত বছরের ৫ আগস্ট ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত সোহেল মিয়ার প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া করা হয়।