ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫

ঝালকাঠিতে জুলাই গণ*অ*ভু*ত্থা*ন দিবসে বিএনপির বিজয় র‌্যালী

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৬, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জুলাই গণঅভুত্থান দিবসে ঝালকাঠিতে বিজয় র‌্যালী করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় শহরের শিল্পকলা একাডেমীর সমনে থেকে বিজয় র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খান, সহ দলীয় নেতা-কর্মীরা। বিজয় র‌্যালীতে বিভিন্ন রকমের বাধ্য যন্ত্র সহ অংশ নিয়ে আনন্দ উল্লাস করে জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন,‘ ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির অবদান অনেক বেশি। দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামে ফসল হিসেবে স্বৈরচার শেখ হাসিনা সরকার দেশ ত্যাগে বাধ্য হয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে।