ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫

সরকারি অনুদান নিয়ে ৫০ স্কুলকে জরুরি নির্দেশনা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৬, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সরকারি অনুদান প্রাপ্তিতে ৫০টি স্কুল ও ৪৬২ জন শিক্ষার্থীর সর্বশেষ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ বাজেট শাখায় পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৩০ জুলাই মাউশির উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ অনুরোধ জানানো হয়েছে।

পত্রে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে আর্থিক অনুদানের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের অর্থ বিতরণ-সংক্রান্ত উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দ করা অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১০১টি, শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে ২৫০ জন এবং ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২৪৫০ জন, নবম থেকে দশম শ্রেণির ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৪২৮ জন এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ে ১২৭৪ জন—মোট ৭১০০ জন শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা গত ১৭ জুন এ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই পত্রে আরও বলা হয়, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড থেকে ২০ জুলাই পাঠানো তথ্যানুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত মোট ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে অনুদানের অর্থ পাঠানো সম্ভব হয়নি।

এ ছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ৬ হাজার ৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের কেওয়াইসি ইনফরমেশন আপডেট না থাকার কারণে তাদের আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে অর্থ পাঠানো সম্ভব হয়নি।

এ অবস্থায় তালিকাভুক্ত যেসব উপকারভোগী (শিক্ষক/কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে) তাদের আবেদনপত্রে প্রদত্ত নগদ নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, তাদের (নগদ) মোবাইল নম্বরের কেওয়াইসি ইনফরমেশন আগামী ৭ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

সূত্র জানায়, তালিকাভুক্ত যেসব উপকারভোগী তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, উক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের শিরোনাম, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক হিসাবে লেনদেনের সঠিক তথ্য প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরে এবং ব্যবস্থাপনা কমিটি/গভর্নিং বডির সভাপতির প্রতিস্বাক্ষরে আগামী ৭ আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে ই-মেইলযোগে (moebudgetsection@gmail.com) এ বিভাগের পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।