
নিউজ ডেস্ক :: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক ‘শহীদ সৌরভ চত্বরের’ ফলক উন্মোচনের সময় আওয়ামী লীগ নেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিতর্কের সৃষ্টি হয়।
এ ঘটনার পর ১ ঘণ্টার মধ্যে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের যৌথ অভিযানে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুরে পুলিশ সরোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান।
গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম সরোয়ার হোসেন। তিনি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেনের বিরুদ্ধে করা ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সরোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, শহীদ সৌরভের বাবা সোহরাব আলী ও আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন মামাতো-ফুপাতো ভাই বলে ভাতিজার অনুষ্ঠানে সরোয়ারকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন শহীদ সৌরভের বাবা।
ইউএনও ও ওসির সঙ্গে আওয়ামী লীগ নেতার ফলক উন্মোচনের ফটোসেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল স্পষ্ট করে বলেন, ওই ব্যক্তি সম্পর্কে আমি কিছুই জানতাম না। শহীদ সৌরভের বাবা তাকে নিয়ে এসেছিলেন। আমার অজান্তেই ঘটনাটি ঘটেছে।