
নিউজ ডেস্ক :: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে স্থানীয় কিছু যুবক এই হামলা চালায় বলে দাবি শিক্ষার্থীদের।
বুধবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কলেজশিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের একপর্যায়ে বাড়তি সময় নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানায় তারা। স্থানীয় ছাত্রলীগ নেতা বুলেট মামুনের নেতৃত্বে আবির, রায়হান, বিপ্লবসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, কিংস ফুটবল মাঠ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে খেলার মাঠ ভাড়া ও সময় বেশি নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে শুরু হয়েছে বলে স্থানীয়রা বলছেন।
শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন কালবেলাকে বলেন, অভিযুক্ত জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুন বিভিন্ন মামলার আসামি। সে কিশোর গ্যাংয়ের মাধ্যমে নানা অপরাধে জড়িত। তাকে গ্রেপ্তার একাধিকবার অভিযান চালানো হলেও তাকে আইনের আওতায় আনা যায়নি। যদিও তার কোনো রাজনৈতিক পদবি নেই, তবে বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতি এবং ছাত্রলীগ নেতা নাজমুল হোসাইনের সঙ্গে তাকে থাকতে দেখা গেছে। পুলিশ বর্তমানে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।