ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

‘আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃ*হ*যু*দ্ধ হতে পারে’

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৮, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে।’

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে, তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।’

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সে অনুযায়ী আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশন এখন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই।’

দলীয় বিরোধ নিয়ে শামীম হায়দার বলেন, ‘যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃতই আছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না।’