ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে চাঁ*দা*বা*জি কা*ণ্ডে বহি*ষ্কৃ*তদের কমিটিতে ফেরাচ্ছে ছাত্রদল

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, কর্মী হাসিবুল হাসান ও সাবেক সদস্য ফারুক হোসেনের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৬ আগস্ট) দলটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব এবং কর্মী হাসিবুল হাসানের পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য ফারুক হোসেনের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর রাতে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে ছাত্রদল নেতা আহসান হাবীবের ৫২ সেকেন্ড ও হাসিবুল ইসলামের ২ মিনিট ৫২ সেকেন্ডের পৃথক দুইটি কল রেকর্ড ফাঁস হয়। সেসব কল রেকর্ডে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়েকজন কর্মীকে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি করতে শোনা গেছে তাদের।

ফোনকল ফাঁস হওয়ার ৫ দিন পর আহসান হাবীব, হাসিবুল ইসলাম এবং ফারুক হোসেনকে বহিষ্কার করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।