ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মহিউদ্দীন রনিসহ ৮০ জনের নামে মামলা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৯, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মহিউদ্দীন রনিসহ ৮০ জনের নামে মামলা

 

নিজস্ব প্রতিবেদক  বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণসহ তিনদফা দাবি জানিয়ে শুরু করা আন্দোলনের সমম্বয়ক মহিউদ্দিন রণির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরো ৮০ জনকে আসামী করা হয়।
সোমবার রাতে হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন-শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আন্দোলন করছে একমাত্র নামধারী আসামী রনিসহ তার সহযোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তাদের দাবি মেনে নেয়ার পরও তারা হাসপাতাল কম্পাউন্ডে আন্দোলন চালিয়ে আসছিল। সর্বশেষ গত রোববার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের প্রধান গেটে অবস্থান করে গেট ভাঙ্গার চেষ্টা চালায়। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দিলিপ রায় ওই গেট থেকে বের হলে তার পথরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ সময় রোগীদের চিকিৎসা সেবায় প্রতিবদ্ধকতা সৃষ্টি করে। হামলা চলাকালে বাদী ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন দাবি করা হয়। বাদীকে হাসপাতালের স্টাফ বুঝতে পেরে রনির নেতৃত্বে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জন তার উপর হামলা চালায়। তারা লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাদীর উপর হামলা চালায়। তারা রড দিয়ে বাদীর মাথায় রক্তাক্ত জখম করে এবং তাকে এলোপাথাড়ি পেটানো হয়। হাসপাতালের অন্যান্য স্টাফরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পরিচালকের কক্ষে নিয়ে যান। পরবর্তীতে জরুরী বিভাগে তাকে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ঘটনায় দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে।