
নিজস্ব প্রতিবেদক :: নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে শিবিরকর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ইনজাম শাওন বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশে ইতিবাচক রাজনীতির পরিবেশ তৈরি হবে, যেখানে নারী-পুরুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যাচ্ছে ছাত্রশিবির নারীর প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। নারীর সম্মান ও অধিকার রক্ষায় ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ।বরিশাল বিভাগের ভ্রমণ
ববি ছাত্রদলের নারী সংগঠক তাওহিদা রহমান রাকা বলেন, আজকের কর্মসূচি অনলাইনে ও অফলাইনে নারীদের বিরুদ্ধে গুপ্ত বাহিনী কর্তৃক সাইবার বুলিং ও হেনস্তার প্রতিবাদে।
৫ আগস্ট-পরবর্তী সময়ে নারীদের ওপর নানা হুমকি জাতিকে আতঙ্কিত করেছে। জুলাই আন্দোলনে নারীরা সম্মুখ সারিতে ছিল অথচ সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের নেত্রীদের ওপর হামলা ও ঢাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি বড় প্রশ্ন তুলেছে। আমরা বলছি— নারীরা নিরাপত্তা চায়। নারী শক্তিকে দাবিয়ে রাখা যাবে না। ছাত্রদল সব সময় নারীর পাশে ছিল, আছে ও থাকবে।’
সংগঠক ইত্তেসাফা আর রাফি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ শঙ্কায় দিন কাটাচ্ছে। এর মধ্যে ছাত্রশিবির নানা অপপ্রচার ও বিদ্বেষ ছড়াচ্ছে, বিশেষ করে নারীদের নিয়ে। এরই প্রতিবাদে আমাদের আজকের কর্মসূচি। বাংলাদেশ ছাত্রদল যেকোনো সময়ে দেশের মানুষের পাশে থেকে অপপ্রচার রুখে দেবে।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, এমডি সিহাব, সাবেক সমাজসেবা সম্পাদক, জাহিদ সাকিন, সাবেক সদস্য, মোশাররফ হোসেন, মিজানুর রহমান, আশিক আহমেদ, সাব্বির হোসেন, সংগঠক সোহানুর রহমান সিফাত, আজমাইন সাকিব, তাহমিদা রহমান রাকা, সৃষ্টি প্রমুখ।