ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে জমি বিরোধকে কেন্দ্র করে নারীর বাসায় হামলা, ভাঙচুর ও হত্যার হু’মকি : থানায় লিখিত অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে জমি বিরোধকে কেন্দ্র করে নারীর বাসায় হামলা, ভাঙচুর ও হত্যার হু’মকি : থানায় লিখিত অভিযোগ।

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাসায় হামলা, মালামাল লুটের চেষ্টা ও হত্যার হুমকির ঘটনায় বরিশালের কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশিদা আক্তার চৌধুরী (৪৭)। তিনি নুর আলম চৌধুরীর স্ত্রী ও বরিশাল সদর উপজেলার ৯নং ওয়ার্ডের গির্জামহল্লাস্থ ভেনাস শপিং কমপ্লেক্সের বাসিন্দা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোলাম মোস্তফা স্বপন (৩৯)-এর নেতৃত্বে ১০-১২ জন অজ্ঞাত সন্ত্রাসী তাঁর বাসার সামনে কেচি গেট ও থাই গ্লাসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে কোতোয়ালী থানায় খবর দেন।

অভিযোগে আরও বলা হয়, পুলিশ আসছে বুঝতে পেরে হামলাকারীরা তড়িঘড়ি করে কিছু মালামাল সরিয়ে ফেলে এবং কেচি গেট আটকে তাঁর বাসার মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় পড়েন। রাশিদা আক্তার লিখিত অভিযোগে বলেন, “বর্তমানে আমার জান-মালের কোনো নিরাপত্তা নেই।

আমি দুশ্চিন্তায় রাতেও ঘুমাতে পারি না। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে।” এ ঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানার ওসির কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।