
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলা সহ সহ ৮ উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষে শনিবার ০৬ সেপ্টেম্বর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলার ৮ উপজেলার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) কর্তৃপক্ষ তিন দিনের ওই প্রশিক্ষণ কর্মশালা শেষে আলোচনা সভা ও সনদ বিতরণে বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র সিনিয়র অফিসার গোলাম মুর্শেদ। পিআইবির সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন । এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তপংকর চক্রবর্তী, কালের কন্ঠের বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।
বরিশাল জেলা সার্কিট হাউস সভাকক্ষে পিআইবিতে কর্মরত দক্ষ প্রশিক্ষকরা জেলার ৮ উপজেলার সর্বমোট ৩৫ জনসাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছেন। শনিবার বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।