
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের ইন্তেকাল।
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি, দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান আর নেই। আজ (সোমবার) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গত ২০ আগস্ট ব্রেইন স্ট্রোক করলে তাকে ঢাকাস্থ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।