ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিন গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে আলোচিত মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং সদস্য, বাকেরগঞ্জ উপজেলা ঘিরে মাদক সাপ্লাই কার ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী রাজিন পুলিশের হাতে ২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার।

রাজিন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর, কিছু দুষ্টচক্র সাংবাদিক ভাইদের ভুল-ভাল বুঝিয়ে বাকেরগঞ্জ  থানা পুলিশের সফল অভিযানকে ব্যর্থ  করার জন্য  মনগড়া নিউজ প্রচার করছে । পুলিশ মাদক ব্যবসায়ী রাজিন কে গ্রেফতার করার পর, মাদকের সাথে জড়িত ঘট ফাদরদের মাথা নষ্ট হয়। এমনকি মাদকের সাথে জড়িত দুষ্ট চক্ররা থেকে রাজিন কে ছাড়াতে গেলে থানাপুলিশ রাজি না হওয়ায়, নাইম মৃধা নামে এক ছাত্রদল নেতার পিছু লেগে নাঈমের বিরুদ্ধে মনগড়া নিউজ লিখেছে। এই শিষ্যগোষ্ঠী মাদক ব্যবসায়ী রাজিন,রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত্যু নান্না হাওলাদারের ছেলে।

তুলাতুলি ব্রিজ থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি টিম  ইয়াবা ব্যবসায়ী রাজিন ১ কেজি গাজা সহ  গ্রেফতার করে । তখন এই রাজিন কোর্ট থেকে শিশু আইনে জন্মনিবন্ধন দেখিয়ে ছাড়া পান। জেল হাজত থেকে ছাড়া পাওয়ার পর থেকে রাজিন পুনরায় বাকেরগঞ্জে ১৪ টি ইউনিয়ন সহ পৌরসভায় সেন্ডিগেট তৈরী করে মাদক সরবরাহ করে। বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে এলাকাবাসীর দাবি যাহাতে রাজিনের বাসায় মাদকের বড় চালান রয়েছে অভিযান চালিয়ে তার সাথে জড়িত সকল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরদাবি জানাচ্ছি।