ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক, ১

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের কাশিপুর বাজারের শহীদ মিনার সংলগ্ন “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানে এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান, এএসআই কবির হোসেন, কনস্টেবল রুহুল আমিন, সাইফুল ইসলাম, আকিদুর রহমান, সোহেল রানা, মোজাম্মেল হক এবং নারী কনস্টেবল নাজমীন আক্তার সমন্বিত টিম এ অভিযানে অংশ নেয়।

অভিযানে শাহ মো. সাইফুল্লাহ (৩৮), পিতা- শাহ আবুল কাশেম, মাতা- শাহিনুর বেগম, সাং- গনপাড়া, দিঘীরপাড়, ২৯নং ওয়ার্ড, থানা এয়ারপোর্ট, জেলা বরিশালকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ধানের মধ্যে লুকানো অবস্থায় কসটেপে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।