
নিজস্ব প্রতিবেদক :: চক্ষু স্বাস্থ্যসেবা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে
কোডেকের সাথে বরিশাল শেবাচিম হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত।
চক্ষু স্বাস্থ্যসেবা এর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই ভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের সাথে কোডেকের অপর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রোববার ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটাল’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন-এর প্রতিনিধি এবং কোডেক-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট এবং হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এই সমঝোতা স্মারক এর উদ্দেশ্য তুলে ধরে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আখতারুজ্জামান বলেন, দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য ক্যাটারাক্ট সার্জারি, রিফ্র্যাকটিভ এরর সংশোধন, চশমা এবং সহায়ক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এ প্রকল্পে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও কমিউনিটি ভলান্টিয়ারদের অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি থেকে হাসপাতাল পর্যন্ত রেফারেল ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ফিডব্যাক প্রক্রিয়া প্রতিষ্ঠা, সার্ভে, মনিটরিং, অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসমেন্ট এবং নীতিগত সংলাপের মাধ্যমে জাতীয় চক্ষুস্বাস্থ্য উন্নয়নে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট এবং হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সাথে সহযোগিতা করা হবে। যৌথ সেবা প্রদান, অ্যাডভোকেসি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য সেবা মডেল তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। এছাড়া জাতীয় ও জেলা পর্যায়ে বহু-পক্ষীয় সমন্বয় গড়ে তুলে অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য সেবাকে দীর্ঘমেয়াদে সংহত করা হবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক প্রফেসর ডা. খায়ের আহমেদ চৌধুরী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস. এ. এম. মশিউল মুনীর, বরিশাল বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ চক্ষু বিজ্ঞান সমিতি বৈজ্ঞানিক উপকমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. জেন আলম মৃধা, ডা. জহিরুল ইসলাম, ডা. এস. এম. এনামুল হক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জুয়েল এলিয়াস রব, বরিশাল সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-ই-এলাহী, সিনিয়র জনস্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. ফিরোজ রহমান, প্রোগ্রাম অফিসার সানজিদা সুলতানা, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উপ-নির্বাহী পরিচালক কামাল সেনগুপ্ত, প্রকল্প ব্যবস্থাপক হিমানুর নাহার বিথী, সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. আতিকুর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।