
নিজস্ব প্রতিবেদক :: দৈনিক প্রলয়ের সাফল্যের এক বছর : নতুন পথে অগ্রযাত্রা।
নিরপেক্ষ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা ও পাঠকের আস্থায় পথচলার এক বছর পূর্ণ করল দৈনিক প্রলয়। প্রতিষ্ঠার পর থেকেই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে পাঠকের আস্থা অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে পত্রিকাটি।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রলয়ের প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা।
সঞ্চালনা করেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মোল্লা,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর,
দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ,
দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ,
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য এইচ. এম. আল আমিন,
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. ফখরুল ইসলাম,
সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি রেজাউল ওয়াদুদ,
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এনামুল ইসলাম তুহিন,
দৈনিক রূপছায়ার নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম,
দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম,
যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমান,
ব্যবস্থাপনা সম্পাদক আতিকুর রহমান শিপন,
ময়মনসিংহ ব্যুরো প্রধান সুমন ভট্টাচার্য,
এবং আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, “দৈনিক প্রলয় খুব অল্প সময়েই পাঠকের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সত্য, ন্যায় ও নিরপেক্ষতার নীতিতে অটল থেকে পত্রিকাটি দেশের সংবাদ জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছে।”
গত এক বছরে দেশ ও জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৈনিক প্রলয় ছিল নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে। গ্রামীণ জনপদের সমস্যা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ—সবখানেই সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রেখেছে এ পত্রিকা।
দুর্নীতি, অনিয়ম, সামাজিক বৈষম্য ও ন্যায়ের প্রশ্নে নিরলসভাবে সোচ্চার থেকেছে এটি। পাশাপাশি সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া ও তরুণ প্রজন্মের ইতিবাচক কর্মকাণ্ডকেও সমান গুরুত্ব দিয়েছে পত্রিকাটি।
প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা বলেন—
> “প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে কেবল উৎসব নয়, এটি নতুন অঙ্গীকার ও দায়িত্বের সূচনা। ভবিষ্যতে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে আমরা দেশ ও জাতির পাশে থাকতে চাই।”
এক বছরের এই সফল যাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দৈনিক প্রলয় পরিবার।
সত্য, ন্যায় ও মানবিকতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পত্রিকাটি এগিয়ে যাবে নতুন অঙ্গীকারে, নতুন আলোর পথে।