
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের সাংবাদিক একরামুল একরাম যোগ দিয়েছেন দৈনিক কীর্তনখোলা পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে। গত ১ নভেম্বর ২০২৫ (শনিবার) পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পথিক মোস্তফা আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করেন।
এর আগে একরামুল একরাম বরিশালের সুপরিচিত বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক দক্ষিণাঞ্চল, বরিশাল বার্তা, আজকের পরিবর্তন, ভোরের অঙ্গীকার, বাংলার বন ও বরিশালের কাগজ–এর মতো স্থানীয় গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
সাংবাদিক একরামুল একরাম বলেন, “কীর্তনখোলা বরিশালের মানুষের আস্থার প্রতীক। এই পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত। নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনের চেষ্টা করব।”
ভারপ্রাপ্ত সম্পাদক পথিক মোস্তফা নতুন সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “একরামুলের যোগদান আমাদের প্রতিবেদক টিমকে আরও শক্তিশালী করবে।”


