ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৪ আসনে রাজিব আহসানের নির্বাচনী প্রচারণায় জেলা ছাত্রদল সভাপতির গণসংযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের পক্ষে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুল আলম মিঠু।
বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু’র নেতৃত্বে জেলা ছাত্রদলের একটি প্রতিনিধি দল হিজলা ও মেহেন্দীগঞ্জের বিভিন্ন জনপদে ঘুরে গণসংযোগ করেন। এ সময় তারা স্থানীয় সাধারণ ভোটার, তরুণ ও পেশাজীবী শ্রেণির সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পুরো দিন জুড়েই তারা হিজলা-মুলাদী সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে ব্যস্ত সময় পার করেন।
গণসংযোগ কর্মসূচিতে জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—বরিশাল সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবদুল কাদের মোল্লা,
মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাজ, অহিদুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হানিফ সরদার, শহিদুল ইসলাম হৃদয়, আরসি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক এমাজউদ্দীন রাজু,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,
বর্তমান সভাপতি বিদ্যুৎ সিং, সাধারণ সম্পাদক কামরুল হাসান মমিন, সহ-সভাপতি হাসিবুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহেব হোসেন, ফাগুন, এবং জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানসহ মেহেন্দীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময় দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে।