
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নগরীতে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল। গতকাল সোমবার বিকেলে নগরীর চৌমাথা লেকপাড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সাধারণ সম্পাদক তৌফিকুর ইসলাম ইমরান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সহ সভাপতি তরিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরানসহ অন্যান্যরা।


