ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

“হাতপাখা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসিরের”

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: “হাতপাখা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসিরের”

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ আবদুল্লাহ নাসির বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, দেশের মানুষ তাদের শাসনামল খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছে। এ সময়গুলোতে দুর্নীতি, অন্যায়-অত্যাচার, গুম, খুন, চুরি, ডাকাতি ও দুঃশাসনের চিত্র বারবার সামনে এসেছে।

শেখ আবদুল্লাহ নাসির আরও বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ ন্যায়পরায়ণ, অথচ অবশিষ্ট ১০ শতাংশ দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটতরাজকারী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষমতার উচ্চ শিখরে অবস্থান করছে। এই ক্ষুদ্র গোষ্ঠীই দেশকে জুলুমের রাষ্ট্র, নির্যাতনের রাষ্ট্র এবং দুর্নীতির রাষ্ট্রে পরিণত করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, অতীতে যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল—সাম্প্রতিক অভ্যুত্থানের আগ পর্যন্ত—প্রায় প্রতিটি রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল। তাদের এমপি, মন্ত্রী এবং তথাকথিত আমলারা দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
এ প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী এবং ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে শেখ আবদুল্লাহ নাসির দেশের ন্যায়পরায়ণ জনগণের প্রতি আকুল আবেদন জানান।

তিনি বলেন, “আসুন, অন্তত একবার আপনারা হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নির্বাচিত করার সুযোগ দিন। দেশকে দুর্নীতি, জুলুম ও দুঃশাসনের কবল থেকে মুক্ত করতে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি।”