নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের ষোলশহরের তালতলা বস্তিতে লাগা আগুনে পাঁচটি দোকান এবং ২৫ টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বস্তির একটি ঘরের রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, আগুনে বস্তির তিনটি কলোনীর ২৫ টি ঘর ও ৫ দোকান পুড়ে গেছে। শীতের এই সময়টাতে সবকিছু শুষ্ক এবং বস্তির ঘরগুলো লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।
এদিকে, সবকিছু হারিয়ে অনেকটা পথে বসে গেছে নিম্ন আয়ের এসব মানুষ।