স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপের ২৫তম ম্যাচে আজ মুখোমুখি হবে বতর্মান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বেঙ্গালুরুতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ।
দুই দলই নিজেদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছে। সেমিফাইনাল রেসে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। অধিনায়ক জশ বাটলারের অফ-ফর্ম ভোগাচ্ছে দলটিকে। বোলিং ডিপার্টমেন্ট নিয়েও স্বস্তি নেই।
গত ম্যাচে বাদ পড়ার পর আবারও থ্রি লায়ন্স একাদশে ফিরতে পারেন বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। বিশ্বকাপে আগের ১১ দেখায় ৬ ম্যাচ জিতেছে ইংলিশরা আর শ্রীলঙ্কা জয় পেয়েছে পাঁচটিতে।
ইনজুরি লঙ্কানদের মূল সমস্যা, চার ম্যাচে তিনটি হেরেছে দলটি। বিশ্বকাপের আগে হাসারাঙ্গার মতো অলরাউন্ডারকে হারানোর পর, টুর্নামেন্ট শুরুর পর অধিনায়ক দাসুন সানাকা আর পেসার পাথিরানাকে হারিয়েছে দলটি। ব্যাটিং দলটির বড় শক্তি আর দুর্বলতা বোলিং।